বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সোনার পদকের পাশাপাশি প্রেমের প্রস্তাব। জোড়া প্রাপ্তি চীনের ব্যাডমিন্টন তারকার। ফুটবল, ক্রিকেট মাঠে প্রেমের বা বিয়ের প্রস্তাব আগেও দেখা গিয়েছে। কিন্তু অলিম্পিকের মঞ্চে! এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এ এমনই একটি দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব।
অলিম্পিকের আসরকেই প্রেম নিবেদনের মঞ্চ হিসেবে বেছে নেন চীনের শাটলার লিউ ইউচেন। সোনা জয়ের পর গোটা বিশ্বের সামনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন। পাত্রী নিজের দেশেরই শাটলার হুয়াং ইয়াকিওং। পুরো ঘটনাটি জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়।
অন্যান্য প্রেমিকাদের মতো আবেগে ভেসে যান অলিম্পিকে সোনাজয়ীর বান্ধবী। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করেন। বলে দেন ‘হ্যাঁ।’ দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে হুয়াং ইয়াকিওং এবং ঝেং সিওয়েই ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস জেতার পর এই ঘটনা ঘটে। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনার সবটাই টিভির পর্দায় দেখেন পাত্রীর মা, বাবা। তাঁরাও আবেগতাড়িত হয়ে পড়েন। অবশ্য অলিম্পিকের মঞ্চে এটাই প্রথম প্রস্তাব নয়। রিও অলিম্পিকেও এমন ঘটনা ঘটে। চীনের ডুবুরি হে জি তিন মিটার স্প্রিংবোর্ড ডাইভে রুপো জয়ের পর প্রেমিক এবং সহ ডুবুরি কিন কাইয়ের থেকে বিয়ের প্রস্তাব পান।
তবে সেই প্রস্তাব ক্যামেরা বন্দি হয়নি। যা এবার প্যারিসে হল। তারওপর সোশ্যাল মিডিয়ার রমরমায় এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন