শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বড় দুঃসংবাদই শুনতে হলো রাশিয়ার স্প্রিন্টার মারিয়া সাভিনোভাকে। ডোপিংয়ের অপরাধে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কেড়ে নেওয়া হচ্ছে তার ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা সোনার পদক।
শুক্রবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়েছে, ২০১০ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরোপিয়ান চাম্পিয়নশিপ থেকে ২০১৩ সালে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সাভিনোভার ডোপিংয়ে জড়িত থাকার ‘যথেষ্ট প্রমাণ’ মিলেছে।
সাভিনোভার চার বছরের নিষেধাজ্ঞা শুরুর মেয়াদ ধরা হচ্ছে ২০১৫ সালের ২৪ আগস্ট থেকে। যেটি শেষ হবে ২০১৯ সালের ২৪ আগস্ট। আর ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৩ সালের ১৯ আগস্ট পর্যন্ত তিনি যত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেগুলো অযোগ্য বলে গণ্য হবে এবং তার জেতা প্রাইজ, মেডেল বাজেয়াপ্ত হবে।
এর ফলে ২০১০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা সোনার পদক ফিরিয়ে দিতে হচ্ছে সাভিনোভাকে। ফিরিয়ে দিতে হচ্ছে ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতা রুপার পদকও। রাইজিংবিডি