বাঘায় অসময়ে ৪ ব্যক্তির বাড়ি পদ্মার ভাঙনে বিলীন

আপডেট: মার্চ ৯, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ


আমানুল হক আমান, বাঘা:রাজশাহীর বাঘায় এক সপ্তাহে অসময়ের ভাঙনে ৪ ব্যক্তির বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের নিচ পলাশি চরে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এছাড়া কয়েক বছরের ব্যবধানে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নে ৫টি চর পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। তিনটি সরকারি প্রাইমারি স্কুল স্থানান্তর করা হয়েছে। চকরাজাপুর হাইস্কুলটি ঝুঁকিতে রয়েছে।

জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে অসময়ে পদ্মার ভাঙনে নিচ পলাশি চরের ছত্তর ব্যাপারি, বাদশা আলী, সাহাদুল ইসলাম ও সুলতান আলীর বাড়ির ভিটে ভাঙনে বিলীন হয়েছে। তারা অন্যত্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া গত বছরে শত শত পরিবার পরিবার ভিটেমাটি হারিয়ে অন্যত্রে চলে গেছে।

এ দিকে জমি হারিয়ে পদ্মাপাড়ে মাথা ধরে বসে আছেন কালিদাসখালী চরের সিদ্দিক ব্যাপারি। তার এক সপ্তাহের ব্যবধানে ৫ বিঘা ভূট্টার আবাদ করা জমি পদ্মায় বিলীন হয়ে গেছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version