শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে নানা আয়োজনে তৃতীয় প্রজন্মের সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ চ্যানেল এসএটিভি’র চতুর্থ বর্ষপূতিতে শুরু হয়েছে তিনদিনব্যাপি অনুষ্ঠানমালা। গতকাল বৃহস্পতিবার সকালে এসএটিভির রাজশাহী ব্যুরো কার্যালয়ে অভিনন্দন জানাতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। পরে সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে হোটেল নাইস ইন্টারন্যাশনালের সামনে সমবেত হয়। সেখানে হোটেলের সম্মেলন কক্ষে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেক কাটেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, ‘মহান স্বাধীনতার মূল্যবোধ ও অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক অঅন্দোলন করে যাচ্ছে এসএটিভি। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এই গণমাধ্যমটি খুব কম সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ ও আন্তর্জাতিকমানের অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে দেশে একমাত্র এসএটিভি ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন এ্যাওয়ার্ড পেয়েছে। এই অর্জন বাংলাদেশের মানুষের। আগামীতেও তারা দেশের গণতন্ত্র বিকাশে কাজ করবে’।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর জাসদের সহসভাপতি শাহরিয়ার রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এনামুল হক, হাছানাত আলী, রুকসানা বেগম, মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকসানা মেহবুব চপলা ও মালিহা জামান মালা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এসএটিভি। সন্ধ্যায় পদ্মাপাড়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।