অসুস্থ আবদুল লতিফকে আর্থিক অনুদান প্রদান

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ২:৩৬ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহী কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অসুস্থ মো. আবদুল লতিফকে তার বাসায় গিয়ে তার শারীরিক খোঁজ-খবর নিলেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে শাহ্মখদুম থানাধীন বায়া বাজার এলাকার নিজ বাড়িতে দেখা সাক্ষাত করেন তারা। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি মো. গোলাম সারওয়ার স্বপন, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি আবদুল মোমিন তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক মেহেদি হাসান বুলবুল, অর্থ সম্পাদক মাহবুবুল আলম রুমেল ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলী প্রমূখ। এসময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসুস্থ সাবেক সভাপতি আবদুল লতিফের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এছাড়াও বর্তমান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তার রোগমুক্তিও কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ