সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ মাজদার রহমান সরকারকে বাসায় দেখতে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনসহ নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে মাজদার রহমান সরকারের দামকুড়ার নিজ বাসবভনে দেখতে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সংগঠনের পবা উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীসহ নেতৃবৃন্দ। এসময় খায়রুজ্জামান লিটন অসুস্থ মাজদার রহমান সরকারের খোঁজখবর নেন।