শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২.৩০ টায় হাসপাতালে উপস্থিত হয়ে তাদের শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। পরে হাসপাতালের ০২ নং কেবিনে চিকিৎসাধীন ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও শাহ মখদুম থানার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও ৩১ নং ওয়ার্ডে ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রতন সাহা বাবু’র শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন মো. ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় কান্তি দাস, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য আশরাফ উদ্দিন খান, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ডা. সমুদ্র দাস প্রমুখ।