অসুস্থ লিটনের সঙ্গে দেখা করলেন সোনার দেশ পরিবারের সদস্যরা

আপডেট: নভেম্বর ৩০, ২০১৬, ১১:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি অসুস্থ এএইচএম খায়রুজ্জামান লিটনের দ্রুত সুস্থতা কামনা করেছেন দৈনিক সোনার দেশ পরিবারের সদস্যরা। গতকাল বুধবার বেলা ১২টায় ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাতের নেতৃত্বে সোনার দেশ পরিবারের সদস্যরা লিটনের বাসভবনে তার সঙ্গে সাক্ষাত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সোনার দেশ এর প্রধান প্রতিবেদক তানজিমুল হক, ক্রীড়া সম্পাদক দুলাল আবদুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা ইরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক বুলবুল হাবিব, আশরাফুল আরেফিন, শাহিনুল ইসলাম আশিক, ফটোসাংবাদিক শামস উর রহমান রুমি, শরিফুল ইসলাম তোতা। সোনার দেশ পরিবারের সদস্যরা এএইচএম খায়রুজ্জামান লিটনের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় ফুল দিয়ে লিটনকে শুভেচ্ছা জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ