মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মার্শাল আর্টসের সিনেমার কথা বললে তার নামটাই প্রথমে ভেসে ওঠে চোখের পর্দায়। অ্যাকশন ধর্মী সিনেমাকে জ্যাকি চ্যান নিয়ে গিয়েছেন অন্য এক মাত্রায়। ২০১৬ সালের সম্মাননাসূচক অস্কার পেয়েছিলেন এই হং-কং অভিনেতা। এবার তিনি জানালেন, পুরস্কারের জন্য কাজ করেননি তিনি। উল্টো অস্কারই তার কাছে ধরা দিয়েছে!
মুম্বাইতে ইন্দো-চাইনিজ যৌথ প্রযোজনার ‘কুং ফু ইয়োগা’ সিনেমার প্রচারণায় এসেছেন জ্যাকি। সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি যখন কোনো সিনেমা করি তখন পুরস্কারের কথা ভেবে করি না। আমার সিনেমাগুলো অ্যাকশনধর্মী কমেডি সিনেমা। আমি পুরস্কারের চেয়ে দর্শকের কথাই বেশি ভাবি। আমার সিনেমা যদি বক্স অফিসে নাও ভালো করে এতেও আমার কষ্ট হয় না।” প্রায় ৫৬ বছর ধরে অ্যাকশনের কাজ করে আসছেন। এতগুলো বছরে নিজের মাঝে কিছুই পরিবর্তন হয়নি বলেই জানান জ্যাকি, “এই ৫৬ বছরে আমার মধ্যে কোনো পরিবর্তনই আসেনি। এতবছর পর তারা আমাকে অস্কার দেওয়ার কথা বলছে। আসলে আমি কখনোই অস্কারের পেছনে দৌড়াইনি, অস্কারই আমার কাছে এসেছে!” ‘কুং ফু ইযোগা’তে জ্যাকির সাথে অভিনয় করেছেন সনু সুদ, দিশা পাটানি ও আমিরা দস্তুর।