অস্কারে প্রেমের সিনেমা ‘আনোরার’ জয়জয়কার

আপডেট: মার্চ ৩, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


আলোচনায় শেষ মুহূর্তে এগিয়ে আসা ‘আনোরা’ চলচ্চিত্রের ঝড় উঠল অস্কার মঞ্চে; প্রেম, নারীর সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির সিনেমা ‘আনোরা’ জিতে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
সেরা সিনেমা, সেরা নির্মাতা ও সেরা অভিনেত্রীর তিনটি অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়।
‘আনোরা’ সিনেমা পরিচালনার জন্য নির্মাতা শন বেকার পেয়েছেন সেরা পরিচালকের পুরুস্কার; সেরা অভিনেত্রী হয়েছেন ‘আনোরা’ সিনেমায় অভিনয় করা মাত্র ২৫ বছর বয়সী মাইকি ম্যাডিসন।

‘আনোরা’ সিনেমায় কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক যৌনকর্মীর প্রেমে পড়ে। দুজন বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প।

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অভিনেতা অ্যড্রিয়েন ব্রডি।
এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিইরিন কালকেইন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ