অস্ট্রেলিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

আপডেট: মার্চ ৪, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের হারের শোধ নিলো ভারত। মঙ্গলবার (৪ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে রোহিত শর্মারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরেকটি আইসিসি ইভেন্টের ট্রফি জয়ের হাতছানি তাদের সামনে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে ২৬৪ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। এই স্কোর সামলানোর মতো শক্তি তাদের অনভিজ্ঞ বোলিং লাইনের ছিল না। বিরাট কোহলির দারুণ ইনিংসের পর লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ঝড়ে ৪ উইকেটে ম্যাচ জিতলো ভারত। ৪৮.১ ওভারে ৬ উইকেটে ২৬৭ রান করে তারা।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরীক্ষা ছিল তাদের বোলাররা কেমন করে? বেন ডারশুইস, নাথান এলিস, কুপার কনলি, অ্যাডাম জাম্পা ও তানভীর সাংহা পুরোপুরি ব্যর্থ।
ফিল্ডিংয়েও হতাশ করেছে অস্ট্রেলিয়া। শুরুতেই দুটি ক্যাচ ছেড়ে দেন এলিস ও মার্নাস লাবুশেন। শেষ পর্যন্ত শুবমান গিলকে (৮) ফিরিয়ে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটি ভাঙেন ডারশুইস। কনলি ২৮ রানে ফেরান রোহিতকে।

তারপর কোহলি ও শ্রেয়াস আইয়ারের ৯১ রানের জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয়। শ্রেয়াসকে (৪৫) হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন জাম্পা। অক্ষর পাটেল (২৭) এলিসের শিকার হন।
রাহুলকে নিয়ে কোহলি দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আভাস দিচ্ছিলেন। সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে তিনি আউট হন। জাম্পার বলে ৮৪ রানে থামেন কোহলি। গ্যালারিতে ছড়িয়ে পড়ে হতাশা।

এরপর হার্দিক এসে আগ্রাসী ব্যাটিং করেন। ২৪ বলে ১ চার ও ৩ ছয়ে ২৮ রান করে মাঠ ছাড়েন তিনি। তখন জয় থেকে ৬ রান দূরে ভারত। ৪৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নেন রাহুল। ৩৪ বলে ২টি করে চার ও ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। এই ইনিংস খেলার পথে রাহুল ৩ হাজার ওয়ানডে রানের মাইলফলকে পৌঁছান। অস্ট্রেলিয়ার পক্ষে এলিস ও জাম্পা দুটি করে উইকেট নেন। ভারত ফাইনালে ওঠায় পাকিস্তান শিরোপা নির্ধারণী ম্যাচ মঞ্চস্থ করার সুযোগ হারালো। দুবাইয়েই হবে ট্রফির লড়াই, ভারতের সামনে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড।-বাংলা ট্রিবিউন