অস্ট্রেলিয়াকে হারানোর হুমকি মুশফিকের

আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১২:৪৯ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ওয়ানডে ক্রিকেটে গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাঠেই নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। এরপর বাঘা বাঘা আরও কিছু দলকে হারিয়ে রীতিমতো জায়ান্ট দলে পরিণত হয়েছে টাইগাররা। টেস্টে এই ধারাবাহিকতাটা সামান্য পরে এসেছে। তবে টেস্টেও নিজেদের মেলে ধরেছে বাংলাদেশ। ঘরের মাঠে ইংলিশদের ধরাশায়ী করার পর দেশের বাইরেও টেস্ট জয় করে নিয়েছে তারা। তাই দারুণ আত্মবিশ্বাসী দলটি। এবার ঘরের মাঠেই তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে দারুণ অভিজ্ঞ ও শক্তিশালী হলেও তাদের বিপক্ষে জয়ের আশা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। হোম কন্ডিশনের সঠিক ব্যবহার করতে পারলে এবং নিজেদের সেরাটা খেললে জয় অসম্ভব কিছু নয় বলে মনে করেন মিস্টার ডিপেন্ডেবল।
চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়া। নানা জটিলতা কাটিয়ে এ সিরিজ হতে যাচ্ছে জেনে দারুণ উচ্ছ্বসিত মুশফিক। প্রথমবারের মতো দলটির বিপক্ষে খেলতে নেমেই দারুণ কিছুর প্রত্যাশায় বিভোর অধিনায়ক, ‘যদি হোম কন্ডিশনের সঠিক ব্যবহার করতে পারি এবং আমরা যদি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমার মনে হয়না অস্ট্রেলিয়াকে হারানো কঠিন কিছু হবে। সত্যি কথা বলতে কি, আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি তাহলে বিশ্বের যে কোন দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।’ কদিন আগে বাংলাদেশের শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, তিনি চান দুই টেস্টেই অস্ট্রেলিয়াকে হারাক তার দল।
অস্ট্রেলিয়াকে যে হারানো কেন সম্ভব তার যুক্তিটাও দিলেন মুশফিক। গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তখন অনেকেই ভেবেছিল ইংলিশদের বিপক্ষে পাত্তাই পাবেনা টাইগাররা। কিন্তু প্রথম টেস্টে জয়ের কাছাকাছি গিয়ে হারলেও দ্বিতীয় টেস্টে দারুণ জয় তুলে নেয় মুশফিকবাহিনী। তাই এবারও তেমন কিছু আশা করছেন অধিনায়ক।
‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা যখন খেলেছি কেউ ভাবেনি আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো, জয় তো অনেক দূরে। তারা স্পিনে যতোই দুর্বল হোক উপমহাদেশে তাদের রেকর্ড খুব ভালো। আমরা আগে তাদের বিপক্ষে পাঁচদিনও খেলতে পারিনি। কিন্তু গত দুই তিন বছরে আমাদের দলে বেশ কিছু মেধাবী খেলোয়াড় এসেছে যারা আমাদের অনুপ্রাণিত করেছে যে বড় দলের বিপক্ষে আমরাও জিততে পারি। আমাদের মাঝে আত্মবিশ্বাস চলে এসেছে এখন আমরা পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারবো-’বলেছেন টেস্ট অধিনায়ক।
২০০০ সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার সাথে মোটে ৪টি টেস্ট খেলেছে টাইগারা। ২০০৬ সালে বাংলাদেশে এসে শেষবার টেস্ট সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া। তখন পর্যন্ত ক্যারিয়ারে মাত্র ২টি টেস্ট খেলা ১৮ বছরের তরুণ মুশফিকের ওই অস্ট্রেলিয়া দলের বিপক্ষে কেলতে বাংলাদেশ দলে জায়গা হয়নি। এরপর তাদের বিপক্ষে আর টেস্ট খেলার সুযোগ হয়নি টাইগারদের। স্বাভাবিকভাবেই অসিদের বিপক্ষে টেস্ট খেলা হয়নি মুশফিকের। এতো বছরের আক্ষেপ এবার ঘোচাতে চান মুশফিক। আগ্রাসী মনোভাব নিয়েই তাদের বিপক্ষে খেলার জন্য অপেক্ষা করছেন, ‘আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছু ওয়ানডে খেলেছি তবে টেস্ট খেলিনি। তাই এটা অনেক বড় সুযোগ আমাদের জন্য। আমরা সবসময় শুনে এসেছি অস্ট্রেলিয়া আগ্রাসী ক্রিকেট খেলে। আমরা তাদের বিপক্ষে আগ্রাসী মনোভাব নিয়ে খেলার জন্য মুখিয়ে আছি।’