অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ: বিকল্প ভেন্যুর খোঁজে ইউল্যাবে বিসিবি

আপডেট: আগস্ট ৯, ২০১৭, ১২:৫৮ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


অস্ট্রেলিয়া আসার আগেই অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অতিথিদের একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। তবে ২২ ও ২৩ আগস্ট দু দিনের ম্যাচটি ফতুল্লায় হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় এখন। টানা বৃষ্টিতে স্টেডিয়ামটির মাঠের করুণ দশা। এমন অবস্থায় বিকল্প ভেন্যুর খোঁজ করছে বিসিবি। সোমবার রাজধানীর ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শন করেছে বিসিবির একটি প্রতিনিধি দল।
রামচন্দ্রপুরে অবস্থিত এই মাঠ পরিদর্শনে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক শেখ সোহেল বলেছেন, ‘একটি দল সেখানে মাঠ পরিদর্শনে গেছে।’
বিকল্প ভেন্যু হিসেবে শোনা যাচ্ছে বিকেএসপির কথাও। শেখ সোহেল অবশ্য বিকেএসপিকে নিয়ে মোটেও সন্তুষ্ট নন, ‘বিকেএসপিতে যেতে অনেক সময় লাগবে অস্ট্রেলিয়ার। তাছাড়া ওখানকার রাস্তাও তেমন ভালো নয়। তাই আমরা বিকল্প ভেন্যুর খোঁজ করছি।’
তিনি আরও বলেছেন, ‘আমরা এই ভেন্যুর (ইউল্যাব) কথা আমাদের পরিচালক কাজী ইনাম আহমেদের কাছ থেকে জেনেছি। মাঠের সুযোগ-সুবিধা দেখতেই সেখানে বিসিবির দলটি গেছে। বিপিএলের দল খুলনা টাইটানস নিয়মিত এই মাঠে অনুশীলন করে থাকে।’
১৮ আগস্ট ঢাকার মাটিতে পা রাখার কথা অস্ট্রেলিয়ার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৭ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।-বাংলা ট্রিবিউন