শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
কিছু দিন আগেও টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর দল ছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে সেই জায়গাটা তারা হারিয়েছে আগেই। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছে। অনেকে ভাবছেন, এই সিরিজেও ধবলধোলাই হতে পারেন স্টিভেন স্মিথরা। এর জন্য দিশেহারা অস্ট্রেলিয়ার সংকট কাটাতে দেশটির সাবেক ক্রিকেটাররা ঐক্যের আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্যর্থতার দায় নিয়ে ইতোমধ্যে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান রড মার্শ। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দেশটির সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। আপাতত ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন ট্রেভর হনস।
এদিকে রিকি পন্টিং মনে করেন, অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটাররা ‘মেধা পাচার’ করছেন। মানে, দেশটির ক্রিকেট নিয়ে খুব একটা ভাবছেন না তারা। তাদের কাছে পন্টিংয়ের এক আবেদন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এটা ভালোভাবেই জানে, কী করা দরকার। যদি আপনি ম্যাচের ইতিবাচক দিক খোঁজেন, তাহলে অনেক বিষয় উঠে আসবে। অনেক খেলোয়াড় আছে, যাদের থেকে সেরাটা বের করে আনতে হবে। এর জন্য কোচিং স্টাফকে আরো শক্তিশালী হতে হবে।’
পন্টিংয়ের সুর ধরে সাবেক অসি উইকেটরক্ষক ইয়ান হিলি বলেন, ‘অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের দিকে তাকালে দেখবেন, অধিকাংশই এখন মাইক্রোফোনের পেছনে আছে। কারণ, সেখানে রয়েছে মোটা অঙ্কের বেতনের হাতছানি। আমি মনে করি, দেশের জন্য তাদেরও কিছু করার আছে।’