শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়া জয় পায় ৯২ রানে। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে হৈচৈ ফেলে দেয় পাকিস্তান। এরপর তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে বলতে গেলে মাথা তুলে দাঁড়াতে পারেনি সফরকারী পাকিস্তান।
গতকাল রোববার সিরজের চতুর্থ ওয়ানডেতে তারা হার মেনেছে ৮৬ রানের বড় ব্যবধানে। আর এই হারের ফলে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ তারা ৩-১ ব্যবধানে হেরেছে। ২৬ জানুয়ারি অ্যাডিলেডে সিরেজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
গতকাল সিডনিতে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ১১৯ বলে ১১চার ও ২ ছক্কায় করা ১৩০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান সংগ্রহ করে। ওয়ার্নার ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল ৪৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৮, ত্রাভিস হেড ৫১, স্টিভেন স্মিথ ৪৯ ও উসমান খাজা ৩০ রান করেন।
অস্ট্রেলিয়ার যে ছয়টি উইকেটের পতন ঘটেছে তার পাঁচটিই নিয়েছেন পাকিস্তানের হাসান আলী। অপর উইকেটটি নিয়েছেন মোহাম্মদ আমির।
৩৫৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারী পাকিস্তান। এরপর ছোট ছোট জুটি হলেও প্রয়োজন অনুপাতে তারা রান তুলতে পারে নি। রান রেটের প্রতি নজর রেখে খেলতে গিয়ে দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৭ রানের বেশি করতে পারেনি আজহার আলীর দল। তাতে ৮৬ রানের ব্যবধানে জয় পায় অসিরা। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন শারজিল খান। এ ছাড়া শোয়েব মালিক ৪৭, মোহাম্মদ হাফিজ ৪০, বাবর আজম ৩১, ইমাদ ওয়াসিম ২৫ রান করেন। বল হাতে অস্ট্রেলিয়ার জস হাজলেউড ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন। ত্রাভিস হেড নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ম্যাচসেরা নির্বাচিত হন ডেভিড ওয়ার্নার। রাইজিংবিডি