অস্ত্রবিরতি সত্ত্বেও দামেস্কের কাছে সংঘর্ষে নিহত ৯

আপডেট: জানুয়ারি ৮, ২০১৭, ১২:০০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


সিরিয়ার রাজধানী দামেস্কে গতরাতে সংঘর্ষে সাত সরকারি সৈন্যসহ অন্তত নয় জন নিহত হয়েছে। দেশব্যাপী অস্ত্রবিরতির মধ্যেই সংঘর্ষের এই ঘটনা ঘটে।
শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার ওয়াদি বারাদা এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।
বিদ্রোহী অধিকৃত এলাকাটি রাজধানী দামেস্কের উত্তর-পশ্চিমে অবস্থিত। অঞ্চলটি রাজধানীর পানির প্রধান উৎস।
মানবাধিকার সংস্থাটি আরো জানায়, গতরাতের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাত সিরীয় সৈন্য নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এই সংঘর্ষে দুই বেসামরিক লোকও প্রাণ হারিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
২২ ডিসেম্বর থেকে ওয়াদি বারাদার পানির সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
অস্ত্রবিরতির মধ্যে এই সংঘর্ষে জড়িয়ে পড়ার জন্য বিদ্রোহী ও সরকারি পক্ষ একে অপরকে দায়ি করছে।
রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ৩০ ডিসেম্বর দেশব্যাপী এ অস্ত্রবিরতি শুরু হয়।- বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ