শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও জিহাদি বইসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। গতকাল সোমবার এশার নামাজের পর মসজিদে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে অধ্যাপক মনিরুল আজম জিনজু (৫০) আড়ানী পৌর জামায়াতের আমির ও বেলাল হোসেন (৪৫) সুরা সদস্য। জিনজুর বাড়ি আড়ানী পূর্ব পাড়া। পিতা মৃত আব্দুস সাত্তার। বেলাল হোসেনের বাড়ি আড়ানীর চকর পাড়া। পিতার নাম পচা প্রামাণিক।
পুলিশ জানিয়েছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আড়ানীর চকর পাড়া জামে মসজিদে অভিযান চালানো হয়। তখন ওই মসজিদে অস্ত্র ও জিহাদি বই নিয়ে জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জামায়াতের দুই নেতাকে জিহাদি বই, অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, জামায়াতের দুই নেতাকে জিহাদি বই, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাল (মঙ্গলবার) আদালতে উপস্থিত করা হবে।
বাঘার পৌর মেয়র মুক্তার আলী জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করে আসছিলো। তাদের আইনের মাধ্যমে শাস্তি হওয়া উচিত।