অস্ত্র ও গুলিসহ নাটোরে একজন গ্রেফতার

আপডেট: অক্টোবর ২৩, ২০১৬, ১১:৩৩ অপরাহ্ণ

নাটোর অফিস
নাটোরে একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ শাওন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে নাটোর মাদ্রাসা মোড় এলাকার উত্তারা মোটেলের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন নাটোর শহরতলীর বড় হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও দত্তপাড়া গ্রামের রাইজুল ইসলাম রাজুর ছেলে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর থানা পুলিশ শনিবার রাত ১টার দিকে শহরের  মাদ্রাসা মোড় এলাকার উত্তারা মোটেলের পেছনে অভিযান চালায়। অভিযানকালে শাওনের কাছ থেকে একটি বিদেশি রিভালবার ও ৮ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত শাওন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে চুরি, ছিন্তাই মারামারিসহ অন্তত ৫-৭টি মামমলা রয়েছে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গতকাল বোরবার বিকালে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়।