রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রূপোষ এলিন
নাম না জানা কত পথ
সময় সময় পায়ের কাছে ঘুমায়
বেওয়ারিশ সময়, চোখে চোখ রেখে
জনকের ঠিকানা চায়। অস্থির সময়
শুধু ওই বুক খুঁজে, যে বুকে লেখা আছে
অনন্তের প্রশান্তি। প্রিয়তম সময়ের নাম
পায় না সময়, সময়কে। সময় সময়কে
করে ক্ষত বিক্ষত।
তাণ্ডব, থেমে গেলে
বিবেক অরবিন্দ