রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
নগরীর ভাটাপাড়া এলাকায় প্রতিবন্ধি শিশু এ্যানি ওরফে নূরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন বলেন, রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। এ্যানি হত্যার ঘটনা তা প্রমাণ করল। এই ধরনের ঘটনা সমাজে ব্যাপক ভীতি ও অস্থিরতা সৃষ্টি করছে। লফস এই জঘন্যতম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
এদিকে বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সেখ আবু তারেক মুকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমমনা কয়েকটি প্রতিবন্ধী সংস্থার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রতিবন্ধি শিশু এ্যানি ওরফে নূরীর বাসা ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রতিনিধি দল নিহত প্রতিবন্ধি শিশু এ্যানি ওরফে নূরী সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে পরিবার ও প্রতিবেশীদের নিকট হতে ধারণা গ্রহণ করেন এবং তরা পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। এছাড়াও বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে এ জঘন্যতম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।