রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনারে দেশ ডেস্ক :দৃশ্য এক, আমার ছোটবেলাটা হারিয়ে গিয়েছে। বাবা চলে গিয়েছেন ১০-১১ বছর বয়সে। ৬ ভাই দুই বোনকে নিয়ে মা কতো অসহায়!
দৃশ্য দুই, অত ছোট বয়স থেকেই সংসারের ভার আমার কাঁধে। ভোর তিনটেয় উঠে রান্না সারতে হত। তারপর স্কুলে যেতাম।
মেয়েবেলায় পুতুলখেলা ভুলে যে দু’হাত সংসারের দায়িত্ব সামলেছে সেই হাত পশ্চিমবঙ্গ সামলাবে, সেটাই স্বাভাবিক। এবং মেয়েবেলার সেই লড়াই-ই তাঁকে মাটির কাছাকাছি আজীবন রাখবে- এও বলার অপেক্ষা রাখে না। এই জায়গা থেকেই সম্ভবত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম সারির রিয়েলিটি শো-তে অবলীলায় অংশ নিলেন। যেমন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নং ১’ তাঁর ছোঁয়ায় মর্যাদার শীর্ষে। তিনি একা আসেননি। সঙ্গে ছিলেন অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়।
রিয়েলিটি শো-তে এসে কী করলেন মুখ্যমন্ত্রী? গাইলেন ‘আহা কী আনন্দ’। সাঁওতালি নাচের ছন্দে পা মেলালেন। তাঁর কণ্ঠে নারীর জয়গাথা শোনা গেল ‘কবিতা বিতান’-এর কবিতাপাঠে, ‘আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য, আকাশে জ্বলে তারা/ আমার লক্ষ্মী ধনধান্যে নবান্ন দিয়ে ভরা।’ তিনি অবসর পেলেই আঁকেন। খেলার ফাঁকে তাই হাতে রং-তুলি তুলে নিতেও দেখা গিয়েছে
। তবে সব থেকে বড় আকর্ষণ তাঁর রুটি বেলা! খবর, লুচি যদি না ফোলে… এই সমস্যা এড়াতেই নাকি রুটি বেলার কথা মাথায় আসে পরিচালক অভিজিৎ সেনের। মুখ্যমন্ত্রী যে রান্না ভোলেননি, একথাও সেটে প্রমাণিত। প্রায় চাঁদের মতোই গোল রুটি বেলেছেন তিনি। তাঁর পারদর্শিতায় মুগ্ধ রূপঙ্কর বাগচি, অদিতি মুন্সী, অঙ্কিতা ভট্টাচার্য, রথীজিৎ ভট্টাচার্যের মতো শিল্পীরা।
এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী বল ছুঁড়েছেন। জীবনের আরো টুকরো কথার ঝাঁপি উপুড় করেছেন। রুটি বেলায় প্রথম হওয়ার পাশাপাশি ডোনা নাচের ছন্দে মাতিয়েছেন মঞ্চ। গানে গানে মঞ্চ মাতিয়েছেন উপরে বলা তিন শিল্পী। মুখ্যমন্ত্রীর মতোই আরও বিশেষ দুই প্রতিযোগী অরুন্ধতী এবং শ্রীরাধা। দশ বছরেরও বেশি সময় ধরে দর্শকেরা মেনে নিয়েছেন, রচনাই প্রকৃত ‘দিদি নং ১’। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সেই সম্মানে মান্যতা দিলেন।
রচনা তাঁকে ‘দিদি নং ১’ উত্তরীয়তে বরণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উত্তরীয়তে জড়িয়ে নিয়েছিলেন সঞ্চালিকাকেই। দাবি, ‘‘তুমিই আসল। তুমিই প্রকৃত ‘দিদি নম্বর ১’।’’
সেদিন ফেটে পড়েছিল ডুমুর-জলা স্টেডিয়াম উপস্থিত তারকা-দর্শকদের হাত-তালিতে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন