আইএস জঙ্গি যোগে ধৃত এই ব্রিটিশ গ্ল্যামার মডেল!

আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ

03. Model IS
সোনার দেশ ডেস্ক
আইএস-এর সঙ্গে যোগাযোগ রয়েছে, এই সন্দেহে গ্রেফতার হলেন ব্রিটিশ গ্ল্যামার মডেল কিম্বারলে মিনার্স। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আইসিস প্রকাশিত ভিডিও ও টেক্সট পোস্ট লাইক করছিলেন তিনি। এর পরেই তার উপর নজর রাখতে শুরু করে ব্রিটেনের সন্ত্রাসদমন শাখার পুলিশ এবং এম১৫ সিক্রেট সার্ভিস। আইসিসের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্রের প্রমাণ পাওয়ার পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।- আনন্দবাজার পত্রিকা

এ বিভাগের অন্যান্য সংবাদ