আইপিএলে পছন্দের কোনো দল নেই সাব্বিরের

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ভারত থেকে মঙ্গলবার দুপুরে দেশে ফিরে বাসায় গিয়ে দীর্ঘ ঘুম সাব্বির রহমানের। সন্ধ্যার পর ঘুম ভাঙে তার। বিছানায় থেকে সাব্বির শুনলেন আইপিএলের নিলামে থাকার কথা। আইপিএল না পিএসএল; শুরুতেই একটু গুলিয়ে ফেলেছিলেন। আইপিএল নিশ্চিতের পর দীর্ঘশ্বাস সাব্বিরের! কেমন লাগছে জানার আগেই সাব্বিরের প্রশ্ন, ‘আর কে কে আছে’। ‘তামিম, মাহমুদউল্লাহ, মিরাজ, তাসকিন, বিজয় আর আপনি’।
কেমন লাগছে? সাব্বির বললেন, ‘ভালো। টি-টোয়েন্টি লিগগুলোর সবথেকে বড় টুর্নামেন্ট আইপিএল। যদি সুযোগ পাই অবশ্যই ভালো লাগবে।’ আইপিএলে খেলার ইচ্ছে সাব্বিরের আগের থেকেই। এবার সুযোগ পেলে সুযোগের স্বদব্যবহার করার ইচ্ছে ডানহাতি এ হার্ডহিটারের।
সাকিব আল হাসান আইপিএলের নিয়মিত মুখ। মুস্তাফিজুর রহমান গতবার প্রথমবারের মতো খেলতে গিয়ে আইপিএল মাতিয়েছেন। তাদের উজ্জ্বল পারফরম্যান্সে নিশ্চিতভাবেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের কদর বেড়েছে। পাশাপাশি বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের সূচক এখন উর্ধ্বমুখী। এবার নিলামে একাধিক ক্রিকেটার আইপিএলে দল পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
২০১৫ সালে বাংলাদেশ সফরের সময় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সাব্বিরের আগ্রাসী ব্যাটিং পছন্দ করেছিলেন। ব্যাটিং নিয়ে দুজনের মধ্যে টুকটাক কথাও হয়েছিল। ধোনির দলেই কি সাব্বিরের খেলার ইচ্ছে? সাব্বির বললেন, ‘ওভাবে পছন্দের কোনো দল নেই। যেকোনো একটি দলে খেললেই হলো। সুযোগ পেলে ভালো করব, এতুটুক আত্মবিশ্বাস আছে।’
ভারত সফর নিয়ে সাব্বির বলেন, ‘ভারতে আমরা ভালো করেছি। ম্যাচটি ড্রয়ের সুযোগ ছিল। আমরা প্রথম সফর হিসেবে ভালো করেছি। উন্নতির এ ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে।’ রাইজিংবিডি