আইপিএল বৈঠকে তীব্র বাদানুবাদ, শাহরুখ প্রায় হাতাহাতিতে জড়ালেন এই ফ্রাঞ্জাইজি মালিকের সঙ্গে

আপডেট: আগস্ট ১, ২০২৪, ১:৪৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


উত্তপ্ত বাদানুবাদ। যা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছিল। কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে পাঞ্জাব কিংসের সহকারী মালিক নেস ওয়াদিয়ার। মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে বুধবার আইপিএল ফ্রাঞ্চাইজি মালিকদের বৈঠক বসেছিল।

সূত্রের খবর সেই বৈঠকে ক্রিকেটার রিটেনশন নিয়ে রীতিমতো তীব্র বাদানুবাদ হয় শাহরুখ খান ও নেস ওয়াদিয়ার। মেগা নিলামের আগে কত জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে এই নিয়ে দ্বিমত ছিলেন শাহরুখ ও নেস।

শাহরুখ যেমন মেগা নিলামের পক্ষে নন, আবার ওয়াদিয়া চাইছেন ২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম হোক। আবার ওয়াদিয়া চাইছেন খুব কম ক্রিকেটারকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হোক। যা মানতে চাননি শাহরুখ।

বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা, চেন্নাইয়ের রূপা গুরুনাথ, হায়দরাবাদের কাব্যা মারান সহ রাজস্থান ও অন্যান্য ফ্রাঞ্জাইজি মালিকরা ছিলেন। মুম্বইয়ের মালিক আম্বানিরা ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন।

বৈঠকে ইমপ্যাক্ট ক্রিকেটার নিয়েও আলোচনা হয়েছে। বেশিরভাগ ফ্রাঞ্চাইজিই এই নিয়মের বিরোধিতা করছেন। বলা হচ্ছে ক্রিকেট ১১ জনের খেলা। সেখানে পরিস্থিতি অনুযায়ী এক জন ব্যাটর বা বোলার অতিরিক্ত খেলিয়ে লাভ কী। এখন দেখার আইপিএলের গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন