আইফেল টাওয়ারের ধাতু দিয়ে তৈরি পদক, প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষের বড় চমক

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :২৬ জুলাই থেকে শুরু হবে এবারের প্যারিস অলিম্পিক ২০২৪। ১১ আগস্ট পর্যন্ত চলবে। এদিকে ২৮ আগস্ট থেকে বসবে প্যারালিম্পিক-২০২৪ এর আসর। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে বোঝাই যাচ্ছে হাত সময় খুব বেশি নেই। এমন প্রেক্ষাপটে আসন্ন মেগা ইভেন্টের আগে পদক প্রকাশ্যে আনলো আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা)। আয়োজকদের কথা : আইফেল টাওয়ারের ধাতু দিয়ে এই বিশেষ পদকগুলো তৈরি করা হয়েছে।

অলিম্পিকের পদক তৈরির দলের দায়িত্বে আছেন মার্টিন ফোরকেড। তিনি এক বিশেষ বার্তায় বলেছেন, ‘ফ্রান্স ও প্যারিসের আইকনিক স্মৃতিস্তম্ভ এই আইফেল টাওয়ার। অলিম্পিকের সঙ্গে যুক্ত সকলেই আইফেল টাওয়ার দেখতে আসবেই। তাই আমরাও অলিম্পিকের পদকের সঙ্গে আইফেল টাওয়ারকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা বিবেচনায় রেখেই পদকগুলো তৈরি করা হয়েছে।’ পৃথিবীর সবচেয়ে বড় খেলার প্রতিযোগিতার জন্য মোট ৫ হাজার ৮৪টি পদক তৈরি করা হয়েছে।

সোনা, রুপা ও ব্রোঞ্জ- তিন ধরনের পদকেই থাকবে আইফেল টাওয়ারের ধাতু। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘পদক জয়ীরা আইকনিক আইফেল টাওয়ারের একটি টুকরো ঘরে নিয়ে যেতে পারবেন।’ এই ঘোষণার পর আসন্ন প্যারিস অলিম্পিকের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

জানা গেছে, ১৮-গ্রাম ষড়ভুজ আকৃতি বিশিষ্ট পদকগুলিতে রাখা হয়েছে আইফেল টাওয়ারের ধাতু। কিন্তু কীভাবে সংগ্রহ করা হল এই ধাতু? অতীতে স্মৃতিস্তম্ভের সংস্কারের সময় আইফেল টাওয়ার থেকে পাওয়া ধাতব পদার্থ সংরক্ষণ করা হয়েছিল। ওই ধাতুগুলিই পদক তৈরির সময় ব্যবহার করা হয়েছে। এমনটাই অলিম্পিকের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ