মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল আজিজ৷ বর্তমানে অভিনেতা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি অভিনেতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আব্দুল আজিজ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমাটি। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কথাশিল্পী মিতালি পারকিন্সের কিশোর সাহিত্য অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।
আব্দুল আজিজ মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমা; সবখানেই গেল কয়েক দশক ধরে অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভিতে ৬ শতাধিক আর ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা। মঞ্চেও সরব উপস্থিতি। তিনি একজন নির্মাতা, লেখকও।
এত গুণ যার, এত যার ক্যারিয়ারের বৈচিত্র ও বিস্তৃতি সেই মানুষ কাজ থেকে অনেকটাই দূরে৷ এখন আর সেভাবে নিয়মিত কাজে দেখা যায় না তাকে। তবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নিয়মিত দেখা মেলে তার।
তথ্যসূত্র: বাংলা ইনসাইডার