আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী শিক্ষক মুকিবসহ ৫ জন রিমান্ডে

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


অন্তর্র্বতী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকার রাস্তায় লিফলেট বিতরণ করে আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম।

রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কে এম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুই।
আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে শাহবাগ থানার এসআই কে এম রেজাউল করিম। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করে। পরে আদালত জামিন নামমঞ্জুর করে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।

লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

গত ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্র্বতী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েলে আলোচনা শুরু হয়।
পরদিন শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। এরপর ৩ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর এলাকা থেকে মুকিবকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্র্বতী সরকারের পদত্যাগ দাবিতে আসামিরা লিফলেট বিতরণ করেন। ঘটনার দিন আসামিরা সংঘবদ্ধভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণ করেছেন বলেও মামলায় বলা হয়েছে।
তথ্যসূত্র: বিডিনিরউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ