রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের দেয়া রায় পর্যবেক্ষণ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজশাহী আদালত চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কোর্ট চত্বরের বিভিন্ন রাস্তা হয়ে ডিসি অফিস প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহীর আদালতের পিপি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট রবিউল হক কাকর, আসলাম সরকার, আবদুল ওহাব জেমস, মকবুল হোসেন, লায়েব উদ্দীন লাভলু, পূর্ণিমা ভট্টাচার্য, আতিকুজ্জামান নাসিম, এজাজুল হক মানু, মো. মনিরুজ্জামান, মাইনুল ইসলামসহ আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।