আওয়ামী লীগের এমপিরা শপথ নিলেন

আপডেট: জানুয়ারি ১০, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ

আ’লীগের জয়ী নতুন এমপিরা শপথ নিয়েছেন ছবি: ফোকাস বাংলা

সোনার দেশ ডেস্ক :


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের ২২২ জন নতুন এমপি শপথ নিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় তারা এ শপথ নেন।
শপথ অনুষ্ঠানের আগেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেন। পরে একযোগে আ’লীগের সব সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি।
আওয়ামী লীগ সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ শেষে স্বতন্ত্র সংসদ সদস্যরা সকাল ১১টায় এবং জাতীয় পার্টির সদস্যদের ১২টায় শপথ নেয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকারকে শপথ পড়াতে হয়।
সংবিধান অনুযায়ী বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নিজেই গ্রহণ করেন। পরে তিনি শপথ পত্রে স্বাক্ষর করেন। এরপর স্পিকার নির্বাচিত অন্যদের শপথ পড়ান।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ