আক্কেলপুরে আ’লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১১:৫৬ অপরাহ্ণ


আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ নাজমুল হুদা হালাকু প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
গত শনিবার জয়পুরহাট ২ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার বাসভবনে আক্কেলপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ নাজমুল হুদা হালাকু, আলতাফ ইসলাম, সাইফুল ইসলাম, শাহনেওয়াজসহ প্রায় শতাধিক কর্মী নিয়ে সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মজিবর রহমান সারোয়ারের নিকট ফুলের তোড়া দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদার খোকা, সৈয়দ শাহীন শওকত, জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ বিএনপির নেতাকর্মীরা।