রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
আক্কেলপুর প্রতিনিধি
আক্কেলপুরে কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের চেষ্টা সত্য নয় দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলার সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের দেলোয়ার হোসেন দুলু।
সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা চার ভাই বংশানুক্রমে উক্ত মৌজায় ২৪৮, ২৪৭, ২৪৬ ও ২৫১ দাগে ২ একর ৭২ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছেন। গত ১৩ই মার্চ আমাদের প্রতিপক্ষ (১) আজিজুল, (২) হাফিজার, (৩) সাইদুল সকলের পিতা মৃত ইছাব্বর সরদার, (৪) আয়না বিবি স্বামী- আজিজুল সরদার যৌথভাবে আমাদের জায়গাটি জবরদখলের চেষ্টা করেন। জবরদখল চেষ্টায় ব্যর্থ হলে স্থানীয় চেয়ারম্যান ও পরে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করলে দুই অভিযোগই তাদের খারিজ হয়ে যায়। এরপর তারা বিভিন্ন পত্রিকায় কবরস্থানের জায়গা দখল করে দোকাণ নির্মাণের একটি মিথ্যা সংবাদ প্রকাশ করায়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রতিপক্ষের এই সম্পত্তিতে কোন শর্ত বা অংশ নেই। আর ১৯২০ সালের সিএস, ১৯৬২ সালের এমআরআর ও আরএস মাঠ জরিপে আবাদি জমি ব্যতিত কবরস্থান বা অন্য কোন রকম উল্লেখও নাই।