শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আক্কেলপুরের নির্বাচনী এলাকা নিজেদের দখলে রাখতে মাঠে নেমেছে জামাত । তারা এ মূহূর্তে তাদের বাতিল দলীয় নিবন্ধন পুর্নবহাল ও রমজান মানের সকল পবিত্রতা বজায় , সু-রক্ষা ও নিত্যপর্ণ্যর বাজার স্থিতিশীল রাখতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে র্যালি ও হাসপাতাল গেটে এক পথসভা করেছেন।
শুক্রবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জামাতে ইসলাম আক্কেলপুর শাখা পবিত্র রমজান মাসের সু-রক্ষা, নিত্যপর্ণ্যর মুল্য স্থিতিশিল রাখতে প্রশসনের হস্তক্ষেপ কামানা করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা সমহে ব্যালী ও র্যালি পরবর্তী হাসপাতাল গেটে উপলো জামাতের আমীর মাওঃ শফিউল হাসান এর সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জাতাত এর সহকারী সাধারণ সম্পাদক এ্যাডঃ মামুনুর রশিদ ও জামাত ইসলামী জয়পুরহাট জেলার ২নং সংসদীয় এলাকার দলীয় মনোনিত (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) সংসদীয় এলাকার এস এম রাসেদুল ইসলাম সবুজ।
পথ সভায় আসন্ন পরিত্র রমজান মাসের সকল পবিত্রতা রক্ষা করার জন্য সকল মুসলমানদের প্রতি আহবান জানান। সেই সাথে তাদের বিগত সরকারের সময় বাতিল দলীয় নিবন্ধন অতিদ্রুত পুর্ণবহাল করার জন্য এবং সব ধরণের নিত্যপর্ণ্যর বাজার নিয়ন্ত্রন রাখার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি ও আগামী নির্বাচনে এ আসনে এস এম রাশেদুল ইসলাম সবুজ কে জামাতের পক্ষে ভোট প্রদানের জন্য উদাত্ব আহবান জানিয়ে বক্তব্য রাখেন । মোস্তাফিজার রহমান, হাবিবুর রহমান, জাকারিয়া হোসেন প্রমুখ।