শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন ও খুনের বিচারের দাবিতে জয়পুরহাটের আক্কেলপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুজিবর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক পরিষদের ব্যানারে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সচেতন জনতা।
সোমবার (১০ মার্চ) সকালে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই শ্লোগান দিতে থাকেন।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থী দোলা রাণী, বিপ্লব হোসেন বাধন, পৌর বিএনপি’র সভাপতি আফাজ উদ্দীন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, ছাত্রনেতা আতিকুর রহমান ছোটন, থানা ছাত্রদলের আহব্বায়ক মাহমুদুল হাসান তুষার, পৌর জমায়াতের সেক্রেটারী রিপন হোসেন প্রমুখ।
মানববন্ধনে আরো বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে নারীরা কোথাও নিরাপদ নয়, ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে একের পর এক ঘটেই চলছে। আমরা দ্রুত সকল ধর্ষণের বিচার চাই। ধর্ষকরা শিশুদেরও ছাড় দিচ্ছে না। ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানানো হয় ওই মানববন্ধন থেকে।