আক্কেলপুরে ধানবোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে, চালক নিহত

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টর চালক সামছুল ইসলাম (৩৮) বগুড়ার আদমদিঘী উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের জবিবর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালক সামছুল জেলার ক্ষেতলাল বাজার থেকে ট্রাক্টরে ধানবোঝাই করে বগুড়ার সান্তাহারে যাচ্ছিল। পথে উপজেলার সোনামুখী ইউনিয়নের আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাক্টরের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক এনামুল হক বলেন, ‘নওগাঁ থেকে যাত্রি নিয়ে আক্কেলপুর আসার পথে আমার সামনে ঘটনাটি ঘটেছে। যাত্রী ও স্থানীয়দের সহায়তায় চালককে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, সড়কের পাশে চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি।

Exit mobile version