আক্কেলপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতের অভিযোগে একজন আটক

আপডেট: এপ্রিল ২১, ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ণ


আক্কেলপুর প্রতিনিধি:


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দিওয়ল গ্রামে প্রকাশ্যে ছুরি আঘাতের অভিযোগে সিজার (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় গোপীনাথপুর ইউনিয়নের দিওয়ল গ্রামের ৯ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দিওয়ল গ্রামের বাসিন্দা মোঃ আজমল হোসেনের কন্যা মোছাঃ আজমেরী আক্তার (১৮) রাস্তায় আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো,একই গ্রামের মোঃ মুনাক্কার ছেলে মোঃ সিজার হোসেন (২৪)। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রাই প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দিত সিজার।

হাসপাতালে চিকিৎসাধীন ওই ভুক্তভোগী জানায়, বুধবার সন্ধ্যায় সে তার নিজ বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় মোঃ সিজার তাকে দাঁড়িয়ে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে।এবং তাকে অন্যত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ধস্তাধস্তির একপর্যায়ে সিজার তাকে হত্যার উদ্দেশ্য পকেট থেকে ছুরি বের করে, এবং তার গলায় আঘাতের চেষ্ঠা করে। এ সময় আজমেরী ছুরি ধরার চেষ্টা করলে তার বাম হাতের বেশ কিছু অংশ কেটে যায়। একপর্যায়ে সে চিৎকার করলে তার মা দৌড়ে আসে। এ সময় বখাটে সিজার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে রাখে এলাকাবাসী ।

এবং ভুক্তভোগীকে রাতেই আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ভুক্তভোগীর মা বলেন, সিজার এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত। ও আমার মেয়ে হত্যা করার চেষ্টা করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ব্যাপারে নির্যাতিত ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সিজার নামে একজন আটক করা হয়েছে। আটককের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিজার তার অপরাধ স্বীকার করেছেন।