আক্কেলপুরে বাস চাপায় প্রাণ গেল ভ্যানযাত্রীর

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ২:১১ অপরাহ্ণ


আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি:


জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রিবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই আসলাম হোসেন (৫৫) নামের একজন মারা গেছে। দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শহরের ডাকবাংলো সংলগ্ন উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে ঘটেছে।
নিহত আসলাম পৌর এলাকার শান্তা গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে তিনি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে আক্কেলপুর বাজারে আসছিলেন। পথে উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে আসলে প্রধান সড়কের পাশে মুরগির খাদ্যের একটি ট্রাক দাঁড়িয়ে থেকে খাদ্য অনলোড করছিল।

ওই ট্রাকের সাথে ভ্যানটি ধাক্কা লেগে আসলাম হোসেন সড়কে পড়ে যায়। এসময় আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রিবাহী বাস জনক জননী পরিবহন বাসটির সামনের চাকা আসলামের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আসলাম হোসেন নামের অপর এক পথচারী জানান, দাঁড়িয়ে থাকা মুরগির ফিডের গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিহত আসলাম ভ্যান থেকে পড়ে যায়। বাসটি প্রথমে তার হাতের উপর দিয়ে গেলে ব্রেক করার পর কিছুটা থেমে আবার তার চালিয়ে যাওয়ার সময় তার মাথার উপর চাকা উঠে গেলে মাথা ফেটে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের ছেলে সাজিদ বলেন, আমাদের বাড়িতে আত্মীয় এসেছিল। সেই জন্য আমার বাবা আজ সকালে বাজারে মাংস কিনতে যাওয়ার সময় বাসের চাপায় মারা যান। আমরা মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে এসেছি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রিবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি দ্রুত সেখান থেকে পালিয়ে গেছে। ইতোমধ্যে আমরা বাসটি শনাক্ত করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ