রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে মহান মুক্তিযুদ্ধে ন্যাপ, কমনিস্টপার্টি, ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী, মুক্তিযোদ্ধা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ২টায় আক্কেলপুর ছমির মন্ডল স্মৃতি পার্কে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. সুব্রত চৌধুরী। বিশেষ গেরিলা বাহিনীর কমরেড ফজলার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. জগলুল হায়দার হাফিজ ও অ্যাড. সারোয়ার চৌধুরী। সমাবেশে মহান মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী, মুক্তিযোদ্ধাদের ও বিভিন্ন অঞ্চল থেকে আগত সূধীজনদের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়।