রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
আক্কেলপুর প্রতিনিধি
‘সমবায় করুন দেশ গড়–ন’ শ্লোগানে জয়পুরহাটের আক্কেলপুর সমবায়িদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রঘুনাথ হালদারের সভাপতিত্বে ২৫ জন সমবায়িদের নিয়ে শিশুদের শিক্ষার হার বাড়ানো, কৃষি সম্প্রসারণ বাড়ানো, গৃহপালিত পশু পাখির প্রজণন বৃদ্ধিকরণ, মৎস্য চাষ প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল বারী শাহ্। আরো উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস প্রমুখ। ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা শেষে জেলা সমবায় কর্মকর্তা আক্কেলপুর হাস্তাবসন্তপুর আবাসন প্রকল্পের ১২০টি পরিবারের কৃষি ও মৎস্য চাষ প্রকল্প পরিদর্শন করেন। অনুষ্ঠানে সমবায়ি প্রশিক্ষণার্থীদের মধ্যান্ন ভোজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।