আক্কেলপুরে সাংবাদিক জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

আক্কেলপুর প্রতিনিধি



জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম স্বাধীন মাস্টার জেলা পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় আক্কেলপুর উপজেলার বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও আনন্দ মিছিল করা হয়েছে।
আব্দুর রহিম স্বাধীন মাস্টার দীর্ঘ দিন ছাত্র রাজনীতি শেষে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অগ্রনী ভূমিকা জয়পুরহাট জেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
গত ১৮ জানুয়ারি ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে শপথ শেষে গত ১৯ জানুয়ারি আক্কেলপুরে ফিরে আসলে এলাকাবাসী ও আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিরেন চন্দ্র দাসসহ সব সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাদেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাক আতিকুর রহমান মিঠু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন বাবু, পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান পচা, পৌর যুবলীগের সভাপতি নরেশ চন্দ্র দাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুজ্জামান টিপু, সাবেক উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিরেন চন্দ্র দাসসহ আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ