আক্কেলপুরে সীমানা নিয়ে বিরোধের জেরে মসজিদের ইমামকে মারধর

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি


জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তায় প্রতিবন্ধকতা বন্ধ করতে বলায় মসজিদের ইমাম আব্দুল খালেক (৫০) কে গুরুতর আহত করেছেন প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার শ্রী কৃষ্টপুর গ্রামে। এ ঘটনায় পুলিশ ওই গ্রামের জহুর আলী মন্ডল এর ছেলে আশরাফ আলী ( ৫৫) আটক করেছে।

ঈুলিশ, এলাকাবাসি ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত কয়েক দিন থেকে পৌর এলাকার শ্রী কৃষ্টপুর গ্রামে পৌর সভা কর্তৃক নির্মিত রাস্তা খুঁটি পুঁতে বন্ধ করে দেয়ায় ওই রাস্তা দিয়ে চলাচল কারি বহু লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় একই এলাকার মসজিদের ইমাম আবদুল খালেক রাস্তা বন্ধ করতে নিষেধ করায় প্রতিপক্ষ আশরাফ আলী গং ইমামকে এলোপাথাড়ি দেশীয় অস্ত্রের আঘাত করে। এতে তার চোখসহ মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হয়ে গুরুতর জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা হাসপাতালে নিলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে তার অবস্থা আরো খারাপ হওয়াই তাকে ঢাকাতে স্থানান্তর করেন। ঘটনাটি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল সহ স্থানীয়রা নিশ্চিত করেছেন যে মসজিদের ইমাম আবদুল খালেককে অন্যায়ভাবে মারপিট করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আক্রমণকারীদের শাস্থি হওয়া প্রয়োজন।

এ বিষয়ে আক্কেলপুর থানায় মামলা হয়েছে। পুলিশ আশরাফ আলী (৫৫) নামের একজনকে আটক করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ