শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকার সোমবার দুপুরে আক্কেলপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হোসেননগর মোড় থেকে ৫’শ গ্রাম হেরোইনসহ উপজেলার আলাদিপুর গ্রামের খোরশেদ আলম (৪৫) ও একই গ্রামের আজিদকে (৩৮) আটক করে।
এ ব্যাপারে থানার সহকারী উপপরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।