শনিবার, ২০ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শ্হা নেওয়াজকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহ্ নেওয়াজকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বক্তব্য দেন, আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম সফি, সহসভাপতি বিরেন চন্দ্র দাস, কোষাধক্ষ্য মওদুদ আহম্মেদ, মেজবা উদ্দীন, সাবু প্রমূখ। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহ্ নেওয়াজ আক্কেলপুর থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।