আক্কেলপুর জাতীয় পার্টির এক জরুরি সভা

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

আক্কেলপুর প্রতিনিধি


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর উপজেলা জাতিয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল আহসান নান্নুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জাতিয় পার্টির এফ রহমান হলের সাবেক ভিপি জয়পুরহাট ২ আসনের সম্ভাব্য সাংসদ পদপ্রার্থী আবুল কাশেম রিপন। অনুষ্ঠানে জয়পুরহাট জেলা জাতীয় পার্টির কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটি কতৃক বিমাতা সুলভ  আচরণ ও এক গোয়মিকে দায়ি করে ভুল সিদ্ধান্তের বিবেচনান্তে জয়পুরহাট জেলায় একটি শক্তিশালি গঠণমূলক কমিটি পূনর্গঠনে কেন্দ্রীয় কমিটিকে আহ্বান করা হয়। অনুষ্ঠানে বিগত দিনের জাতিয় পার্টিকে আগামী দিনের সময় উপযোগি দল হিসেবে গঠনের প্রস্তুতি নিতে সকলকে আহ্বান করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমএ ওহাব চৌধুরী। আরো বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা জাতিয় পার্টির সভাপতি মো. মাহফুজ, কালাই উপজেলা জাতিয় পার্টির সভাপতি মো. নোমুল হক, পাঁচবিবি উপজেলা জাতিয় পার্টির সভাপতি মো. বাচ্চু সহ স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ