বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আফরোজা আখতার। এ যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আখতার গত রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের সন্মেলনকক্ষে উপজেলার সকল সরকারি দফতরের প্রধান, ইমাম, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। তিনি উপজেলার শিক্ষার উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নসহ সকল ভালো কাজের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সোহেলী পারভীন, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবুর রহমান, সাংবাদিক মাহফুজা সুলতানা মলি, সাংবাদিক মওদুদ আহম্মেদ, আ’লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন মন্ডল, মজিবর রহামন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রনব কুমার প্রমুখ।