আক্কেলপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ।। প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগে সেনা সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

আক্কেলপুর প্রতিনিধি


পার্শ্ববর্তী কোলা গ্রামে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠায় বিতাড়িত ও নির্যাতিতা এক তরুণী বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন রুহুল আমিন নামে এক সেনা সদস্যের বিরুদ্ধে। গত শুক্রবার বিকেল ৪টায় আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই সেনা সদস্যের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, তিনি মামলার আরজি সূত্রে জানান, বগুড়া জেলার শিবগুঞ্জ উপজেলার মহস্থানগড় গ্রামের হোসেন আলীর মেয়ে মোছা. রুমা আকতার সাগরিকাকে বিয়ের প্রলোভন দেন নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকার কোলা গ্রামের মীর আবদুর রহিমের ছেলে বগুড়া সেনানিবাসের ১৫ বেঙ্গল ইউনিটের সেনা সদস্য মো. রুহুল আমিন। পূর্ব পরিচয় ও মোবাইল ফোনের সূত্র  ধরে ওই তরুণীর সাথে সম্পর্ক করেন। কিন্তু মেয়েটিকে বিয়ে না করে নানা কৌশল অবলম্বন করে শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিলেন। কিছুদিন পূর্বে রুহুল আমিন বিবাহের প্রলোভোনে তার গ্রামের বাড়ি বদলগাঁছী উপজেলাধীন কোলা গ্রামে আমাকে ডেকে পাঠান। আমি সরল বিশ্বাসে আমার প্রতিবেশী এক ভাবিসহ রুহুলের বাড়িতে উপস্থিত হলে রুহুল আমিন পূর্ব পরিকল্পিতভাবে আমাকে একটি ঘড়ে আবদ্ধ রেখে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করে। দুইদিন পর অসৎ উদ্দেশ্যে একটি সাদা কাগজে আমার স্বাক্ষর নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উস্থিতিতে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি অবশেষে নিজ বাড়ি ফিরে এসে এই প্রতারক সেনা সদস্যের বিরুদ্ধে বগুড়া নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৬৩ পি/২০১৬ (শিব.) একটি মামলা দায়ের করি। উক্ত মামলা দায়ের করার পর থেকে রুহুল আমিন আমাকে জীবন নাশের জন্য বিভিন্নভাবে ভয়ভিতি প্রদর্শনসহ নানাভাবে হুমকি দিয়ে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ