আক্কেলপুর স্কুল ফিডিং দুধ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ

আক্কেলপুর প্রতিনিধি



জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সেবা সপ্তা ২০১৭ উপলক্ষ্যে নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি প্রতিপাদ্য স্লোগানে স্কুল ফিডিং (দুধ) এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকাল ৩টায় আক্কেলপুর উপজেলাধীন জামালগঞ্জ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শিশু কিশোরদের মেধা বিকাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদের ভেটেনারি সার্জন ডা. রাশেদুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির অ্যাপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান কমল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার, কৃষিবিদ আবদুল হাকিম, আক্কেলপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, পোল্ট্রি শিল্পের উপপরিচালক (অব.) মো. শাহ্জ্জামান, ডা. আবু বক্কর সিদ্দিক (ভেটেনারি)। অনুষ্ঠানে বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের ১ হাজার শিশু কিশোরকে তাদের মেধা বিকাশে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আক্কেলপুর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার গাভির দুধ খাওয়ানোর সূচনা করেন।