আখতাররুজ্জামান ইলিয়াসের প্রয়াণ দিবস আজ

আপডেট: জানুয়ারি ৫, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



বাংলাদেশের খ্যাতিমান কথাসাহিত্যিক আখতাররুজ্জামান ইলিয়াস এর ২০ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি
১৯৯৭ সালের এইদিনে মৃত্যুবরণ করেন। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। দুইটি উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তাঁর রচনাসম্ভার। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউলল্লাহ’র পরেই তিনি সর্বাধিক প্রশংসিত বাংলাদেশি লেখক। তার উপন্যাস হলো খোয়াবনামা এবং চিলেকোঠার সেপাই, এছাড়া তার গল্পগ্রন্থও আছে। তার বিখ্যাত প্রবন্ধগ্রন্থ হলো সংস্কৃতির ভাঙ্গা সেতু।