সোয়া ২ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত অসহ্য ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় মুসলধারে ঝরলো বৃষ্টি

আপডেট: জুলাই ১১, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


সারাদিন রোদের তীব্রতা না থাকলেও ছিলো অসহ্য ভ্যাপসা গরম। যে গরমের তীর্যক আলোচনা ছিলো সবার মুখে মুখে। ধারণা করা হচ্ছিলো গরম কমতে নামতে পারে বৃষ্টি। সন্ধ্যার পর সে ধারণার বাইরে মুসলধারে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সাময়িক কিছু দূর্ভোগ থাকলেও জনজীবনে এসেছে স্বস্তি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত এক নাগাড়ে নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়।
রাজশাহী আবহওয়া অফিসের তথ্য বলছে, সোয়া ২ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে রাত ১০ টা পর্যন্ত বৃষ্টিপাত চলমান ছিলো।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়। ৯ টা পর্যন্ত ১১৬ মিলিমিটার রেকর্ড হয়েছে।

এরআগে মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১ টার দিকে রাজশাহীতে ১৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম হওয়ায় বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক বিষয়। আকাশে মেঘের সৃষ্টি হলে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে।

ব্যাটারি চালিত রিকশাচালক আশরাফ আলী বলেন, সারাদিন ভ্যাপসা কম ছিল। আগেই ধারণা করছিলাম, বৃষ্টি ছাড়া গরম কমবে না। বিকেলে বৃষ্টি হবে। সে জন্য প্রস্তুতিও ছিলো। তবে সন্ধ্যার দিকে বৃষ্টিটা হলো। প্রচুর বৃষ্টি হলো। আজ রিকশাই তেমন চালাতে পারলাম না। জমার টাকাও দিতে পারবো না।