আগামী বছর আইপিএল কবে? মেগা নিলামের আগেই জানা গেল দিনক্ষণ

আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


রীতি বদল বিসিসিআইয়ের। মেগা নিলামের আগেই জানিয়ে দেওয়া হল আইপিএলের দিনক্ষণ। শুধু ২০২৫ মরশুম নয়, আগামী ৩ মরশুমের আইপিএলের সম্ভাব্য দিন তারিখ ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এমনটাই খবর বোর্ড সূত্রের।

সূত্রের খবর, আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ থেকে। ফাইনাল ২৫ মে। ২০২৬ সালে আইপিএলও কমবেশি একই সময়ে শুরু হবে। ২০২৬ আইপিএল শুরু হতে পারে ১৫ মার্চ। ফাইনাল হতে পারে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ৩০ মে। মেগা নিলামের দুদিন আগে অর্থাৎ শুক্রবার সকালে বিসিসিআইয়ের তরফে ফ্র্যাঞ্চাইজিগুলিকে সম্ভাব্য এই উইনডোর কথা জানানো হয়েছে।

সাধারণত আইপিএলের সূচি ঘোষণা নিয়ে তাড়াহুড়ো করে না ভারতীয় বোর্ড। আন্তর্জাতিক ক্যালেন্ডার দেখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মতামত নিয়ে টুর্নামেন্টের কিছুদিন আগে সূচি ঘোষণা করা হয়। তবে এবার সেই রীতিতে খানিক বদল এনে মেগা নিলামের আগেই টুর্নামেন্টের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। তাতে অবশ্য সুবিধা অনেকরকম।

নিলামের আগে টুর্নামেন্টের দিনক্ষণ জেনে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের কখন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে না, সেটা স্পষ্ট হয়ে যাবে। সেই মতো নিলামের পরিকল্পনা করা যাবে। আবার ক্রিকেটাররাও এই সূচিমতো নিজেদের বোর্ডের সঙ্গে কথা বলে নিতে পারবেন।

উল্লেখ্য, আগামী রবি ও সোমবার সৌদি আরবের জেড্ডায় বসছে আইপিএলের মেগা নিলামের আসর। ভাগ্য নির্ধারিত হবে ৫৭৪ জন ক্রিকেটারের। ফ্র্যাঞ্চাইজিগুলি মোট ২৫০ জন ক্রিকেটারকে কিনতে পারবে। তার মধ্যে ৪৬ জনকে রিটেন করেছে বিভিন্ন দল। অ

র্থাৎ মেগা নিলামে দল পেতে পারেন আরও ২০৪ জন ক্রিকেটার। নিলামের টেবিলে দল গঠনে বসার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএলের দিনক্ষণ জেনে গেল।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন