রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
আবিদ আনোয়ার:
ফাগুন এলেই আগুন জ্বালে
লাল পলাশের বন–
ফাগুন এলেই আগুন জ্বালে
দুঃখী মায়ের মন।
সেই যে কবে ‘আসছি’ বলে
দুষ্টু খোকা তার
বেরিয়ে গেল নিশান হাতে
ফিরল না সে আর।
ফাগুন এলে সেই মা ডাকে–
“কই গেলি বাপধন?”
“এই তো আমি!”– বলে ওঠে
হাজার পলাশ বন!
শহীদ মিনার বলে মা গো,
দেখ মেলে তোর আঁখি,
এই তো আমি তোর ছেলে মা,
চিনতে পারিস নাকি?
ফুল কুড়াতে গিয়েছিলাম
অন্য কোথাও না–
দৈত্য-দানোর চোখ এড়িয়ে
ফুল এনেছি মা!